সুখ!
পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কিনা সুখ চায়না। সবারই সুখের প্রয়োজন। সবাই চায় সে যেন তার পরিবারের সাথে সুখে-শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে। কিন্তু সে সুখটা আসলে কোথায়? টাকা পয়সায়, বাড়ি গাড়িতে, নাকি এমন এক গোপন জায়গায় যেখানে সবাই পৌঁছাতে পারে না! গরিব-মধ্যবিত্তরা ভাবে যে আসল সুখটা তখনই আসবে যখন তাদের ঘরে টাকা-পয়সার অভাব হবে না। ধনীরা মনে করে তারা জীবনে যতটুকু অর্জন করেছে তা দিয়ে বাকি জীবনটা সুখে কাটিয়ে দিবে। কিন্তু এটা জীবন! এটা কি আপনার ইচ্ছা অনুযায়ী পরিচালিত হবে? নাকি সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায়? অবশ্যই মানুষের জীবন আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়। এখন এই এইভেবে আপনি যদি কাজকর্ম সবকিছু করা ছেড়ে দেন পড়ালেখা করা ছেড়ে দেন তাহলে কিভাবে আপনি আপনার জীবনে সুখ অর্জন করবেন? তাই আপনাকে চেষ্টা চালাতে হবে। জীবনে শুধু সুখ থাকলে সেটাকে জীবন বলা যায়না। জীবনে সুখের সাথে দুঃখও থাকতে হবে। সুখ-দুখ সব মিলিয়ে জীবন।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম দিয়ে জীবনের শুরু মৃত্যু দিয়ে জীবনের শেষ। এর মাঝে যতটুকু সময় বাকি সেই সময়টাতেই আপনাকে আপনার জীবন গড়তে হবে এবং পরকালের জন্যও প্রস্তুতি নিতে হবে। যাই হোক, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা জীবনে শুধু টাকা পয়সার পিছনে ছুটে, টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে তারা তাদের সম্পূর্ণ জীবনটাই তারা কেটে দে। তারা এত পরিমাণে টাকা-পয়সা উপার্জন করে যে দেখা যায় শেষ বয়সে, তারাই সেই টাকা উপভোগ করতে পারে না। অবশ্যই তাদের পরবর্তী প্রজন্ম সেই টাকা উপভোগ করে। তাহলে ভাবুন তো আপনার জীবনের সুখ টা কই গেল… কোথাও না! শুধু সেই সুখটা এখন আর নেই.. জীবনটাই তো শেষ, মারা গেলেন তো! আসলে পৃথিবীতে শান্তিতে থাকতে হলে কিছুটা টাকা পয়সার প্রয়োজন হয় তবে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা উপার্জন করে কি লাভ! যে টাকা আপনিই উপভোগ করতে পারবেন না..
তাই প্রয়োজনমতো টাকা উপার্জন করে সেই টাকা জীবনের প্রয়োজনের তাগিদে কাজে লাগানো এবং সে টাকা দিয়ে বিপদে পড়া ব্যক্তির সাহায্য করলে, পরিবারের সাথে জীবনের অধিকাংশ সময় টুকু কাটিয়ে দিতে পারলেই ব্যক্তি তার সুখটাকে উপভোগ করতে পারবে।
কিন্তু আমরা মধ্যবিত্ত-ধনীরা ভাবি জীবনে যত বেশি টাকা পয়সা উপার্জন করতে পারব তত বেশি জীবনের সুখ অর্জন করতে পারব হয় সে টাকা উপভোগ করি কিংবা না!
এ লক্ষ-কোটি মানুষের ভিড়ের মধ্যে আমরা টাকা পয়সার পিছনে ছুটি(কারণ শুধু টাকা-পয়সার মাধ্যমে সুখ আসে যা আমাদের মনের ভুল)। টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে সুখটাই আমরা পেছনে ফেলে চলে আসি। ঘুরে দেখবার সময় নেই, কারণ এদিকে ঘুরে দেখতে গেলে ওদিকে টাকাপয়সা চলে যাবে।
পৃথিবীতে যারা চালাক মানুষ তারা অল্প টাকা তে সুখে-শান্তিতে কে জীবনটাকে কাটিয়ে দিতে পারে। সুখের জন্য কি কি দরকার,
১. স্বাস্থ্যকর একটি জীবন
২. শিক্ষিত, ভদ্র এবং ধার্মিক সন্তান
৩. নিয়মিত নামাজ এবং কোরআন তেলাওয়াত
৪. একটি সুন্দর পরিবার যেখানে সবাই মিলেমিশে থাকে
৫. প্রয়োজনমতো অর্থ (টাকাপয়সা)
৬. বিপদে পড়া ব্যক্তির সাহায্য করা
৭. জীবনে যত সম্ভব ছোট ছোট দুঃখের কথা কিংবা অতীতের কথা ভুলিয়ে দেওয়া
৮. অতীত এবং ভবিষ্যৎ চিন্তা না করা
৯. বর্তমান নিয়ে চিন্তা করা
১০. ভবিষ্যত নিয়ে চিন্তা করা ভালো না তবে ভবিষ্যতে আপনি কি করতে চান অর্থাৎ আপনার future plan টা আপনি নির্ধারণ করে সে অনুযায়ী চেষ্টা চালাতে পারেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। নিশ্চয়ই তিনি দয়ালু।
জানিনা আমার লিখা আপনাদের কাছে কেমন লেগেছে.. নিজে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন.. সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল টা Rasheda’s House
Leave a Reply