উপকরণসমূহঃ
মুরগির বুকের মাংস তিন টুকরা
পাউরুটি
আন্দাজমতো ব্রেডক্রামচ
ক্যাপসিকাম চিজ ৩টেবিল চামচ
আদাবাটা ½চা চামচ
রসুনবাটা ½চা চামচ
ধনিয়া পাতা কুচি
কাঁচামরিচ কুচি
ধনিয়া গুঁড়া½চা চামচ
জিরা গুড়া ½চা চামচ
স্বাদমতো লবণ
সয়াবিন তেল 4 টেবিল চামচ
সাদা গোলমরিচ গুঁড়া ½চা চামচ
চিলিপ্লেক্স ½চা চামচ
প্রস্তুত প্রণালী: মুরগির বুকের মাংসের সাথে ধনিয়া গুঁড়া, জিরা গুড়া , হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ মেখে তেলে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাফ কাপ পানি দিয়ে মাংসটা ভালোমতো সিদ্ধ করে নিতে হবে। মাংস সিদ্ধ করার সময় আদাবাটা, রসুনবাটা ,দিতে হবে । মাংসটা সিদ্ধ হওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিতে হবে এরপর হাত দিয়ে চিড়ে ছোট টুকরো করে সাথে চিজ 3 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম , চিলি ফ্লেক্স সাদা গোলমরিচ গুঁড়া , লবণ সবকিছু একসাথে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর পছন্দমত পাউরুটি নিয়ে পাউরুটির দুই সাইড’ কেটে ফেলে দিতে হবে ।এরপর পাউরুটিগুলো পানিতে হালকা চুবিয়ে হাত দিয়ে চিপে পানি ফেলতে হবে, তারপর পছন্দমত মাংসের মিশ্রণটা দিয়ে গোল করে এরপর ব্রেডকাম ভালো করে লাগিয়ে ডুবোতেলে ভেজে নিন তৈরি হয়ে যাবে অনেক সুস্বাদু চিকেন ব্রেড বল।https://www.youtube.com/watch?v=5Gu9y9z3Bt0
বিকালের নাস্তার রেসিপি/চিকেন ব্রেড় বল
What’s your reaction?
Love1
Sad0
Happy0
Leave a Reply