DV লটারি কি?
DV (Diversity Visa) লটারি হল একটি অভিবাসন প্রোগ্রাম যা অনুমোদিত দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রতিবছর পরিচালনা করে। এর মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা যুক্তরাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ পেয়ে থাকে।
বাংলাদেশিরা DV লটারিতে অংশগ্রহণ করতে পারে কি?
বর্তমানে, বাংলাদেশীরা সরাসরি এ লটারিতে অংশগ্রহণের যোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে যে দেশগুলো থেকে অতীতে ৫ বছরে ৫০,০০০-এর বেশি অভিবাসী যুক্তরাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসের জন্য গিয়েছে সেই দেশগুলোর নাগরিকরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশী নাগরিকদের সংখ্যাধিক্যের কারণে বাংলাদেশ বর্তমানে এই প্রোগ্রাম থেকে বাদ পড়েছে।
তবে এই লটারি বিকল্প উপায় হিসেবে Study Visa, Job Visa বাংলাদেশীদের জন্য চালু রয়েছে। চাকরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট কোম্পানি আপনাকে স্পন্সর করতে হবে। স্পন্সর করার ফলে আপনি সে দেশে গিয়ে কাজ করতে পারবেন এবং কোন কারণে যদি সে কোম্পানি আপনাকে বের করে দেয় সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে হবে তা না হলে আপনাকে পুনরায় দেশে ফিরত পাঠানো হবে। যার ইতোমধ্যে বিভিন্ন ভারতীয়দের সাথে ঘটছে।
DV lottery সম্পর্কিত নানান ধরনের তথ্য ইন্টারনেটে ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ গুজব এবং প্রতারণামূলক। এসব গুজবে কান দিবেন না।
Official Website of US Embassy Dhaka
Leave a Reply